সুশিক্ষা জাতির মেরুদন্ড। আজকের শিশু আগামী পৃথিবীর নেতা। তাই কোরআনের শিক্ষার আলোয় ভবিষ্যৎ পৃথিবীকে আলোকিত করে তোলার লক্ষ্যে ৮ থেকে ১৮ বছরের শিশুদেরকে নিয়ে ২০২০ সালের জুন মাসে গঠিত হয় শিশুদের মাতৃভাষায় কোরআন চর্চার প্ল্যাটফর্ম কোরআনের আলো; দ্যা ওয়াইজ ম্যান অব টুডে গ্রুপ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মনির হোসেনের নেতৃত্বে কোরআনের পাখীদের উক্ত কোরআন চর্চা প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিশুরা অংশগ্রহণ করে যাচ্ছে।

পবিত্র কোরআন স্টাডি পাঠচক্র থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম মহান রব তাঁর পবিত্র কালামে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন বিশ্বাস এবং সৎকর্মের উপর। সৎকর্মের মধে নিজের অর্জিত অর্থ থেকে মানব কল্যাণে দান করাকে ধর্মের দুর্গ হিসেবে আখ্যায়িত করে এই কাজকে সবচেয়ে কষ্টসাধ্য কাজ হিসেবে বর্ণনা করেছেন। সেই কষ্টকর কাজে অর্থাৎ অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে গড়ে তোলা হয় অলাভজনক দাতব্য সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মনির হোসেনের নেতৃত্বে উক্ত দাতব্য সংগঠন থেকে নিয়মিতভাবে মানব কল্যাণে বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *